বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা প্রশ্নগুলো

                             ***বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা প্রশ্নগুলো***

১। সুষম খাদ্যের উপাদান কয়টি ?
 উত্তরঃ ৬টি।
২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ?
 উত্তরঃ শুশুক।
৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ?
 উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ?
 উত্তরঃ তামা ও দস্তা।
৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ?
 উত্তরঃ নিয়ত বায়ু।
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ?
 উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে?
 উত্তরঃ ইন্টারনেট।
৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ?
 উত্তরঃ ২৩ জোড়া।
৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?
 উত্তরঃ এডিস মশা।
১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ?
 উত্তরঃ গামা রশ্মি।
১১। গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ?
 উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ?
 উত্তরঃ একই খরচ হবে।
১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ?
 উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ?
 উত্তরঃ ইভোলিউশন।
১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
 উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
১৬। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ?
 উত্তরঃ অস্ট্রিক।
১৭। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ?
 উত্তরঃ ১৯৬৬ সালে।
১৮। IAEA এর সদর দফতর কোথায় ?
 উত্তরঃ ভিয়েনা।
১৯। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ?
 উত্তরঃ সিলেট।
২০। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ?
 উত্তরঃ লন্ডন।
২১। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
 উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
২২। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
 উত্তরঃ ১০ : ৬।
২৩। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
 উত্তরঃ সোনারগাঁও।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
 উত্তরঃ ১৯২১ সালে।
২৫। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ?
 উত্তরঃ বরিশাল।
২৬। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
 উত্তরঃ ১০ ডিসেম্বর।
২৭। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ?
 উত্তরঃ সেন্টমার্টিন।
২৮। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ?
 উত্তরঃ ১১ টি।
২৯। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
 উত্তরঃ ১৬১০ সালে।
৩০। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ?
 উত্তরঃ ৫৪৩।
৩১। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
 উত্তরঃ ১৯৭৪ সালে।
৩২। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
 উত্তরঃ ৬০ জন।
৩৩। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো?
 উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।
৩৪। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
 উত্তরঃ ইন্দোনেশিয়া।
৩৫। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
 উত্তরঃ কামরুল হাসান।
৩৬। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
 উত্তরঃ তৈরি পোশাক থেকে।
৩৭। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট জেলায়।
৩৮। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
 উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।
৩৯। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ?
 উত্তরঃ ১৮ বছর।
৪০। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
 উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৪১। শুদ্ধ বানান কোনটি?
 উত্তরঃ মুমূর্ষু।
৪২। ‘কবর’ নাটকটির লেখক কে?
 উত্তরঃ মুনীর চৌধুরী।
৪৩। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে?
 উত্তরঃ ধাতু।
৪৪। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে?
 উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।
৪৫। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
 উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৪৬। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে?
 উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
৪৭। ‘চাচা কাহিনী’র লেখক কে?
 উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।
৪৮। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ?
 উত্তরঃ পত্রকাব্য।
৪৯। রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
 উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।
৫০। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
 উত্তরঃ প্রমথ চৌধুরী।
৫১। কোনটি মৌলিক শব্দ?
 উত্তরঃ গোলাপ।
৫২। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
 উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।
৫৩। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?
 উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।
৫৪। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?
 উত্তরঃ ১৯৫৫ সালে।
৫৫। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে?
 উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫৬। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী?
 উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।
৫৭। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি?
 উত্তরঃ আষঢ়।
৫৮। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
 উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
৫৯। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
 উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
৬০। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে?
 উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।
৬১। বাংলাদেশের যে জেলা দুই দেশের সীমানা
উত্তরঃ রাঙামাটি
৬২। ভারত - পাকিস্তান চালুকৃত ট্রেনের নাম?
উত্তরঃ সমঝোতা এক্সপ্রেস
৬৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কতটি?
উত্তরঃ পাঁচটি
৬৪। পাহাড়পুর বাংলাদেশের যে জেলায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ
৬৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে?
উত্তরঃ ১ আগস্ট ২০১৫
৬৬। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উত্তরঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে
৬৭। বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের যে জেলার অন্তর্গত?
উত্তরঃ ফেনী
৬৮। কুমিল্লার পূর্ব নাম?
উত্তরঃ ত্রিপুরা
৬৯। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ টোকিও
৭০। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ?
উত্তরঃ ব্রাজিল
৭১। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
উত্তরঃ বুড়িগঙ্গা
৭২। বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
উত্তরঃ সাভার
৭৩। পর্তুগীজ ভাষা থেকে আত্তীয়করন করা হয়েছে কোন শব্দটি?
উত্তরঃ বালতি
৭৪। তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
উত্তরঃ এগারো নং
৭৫। স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট সর্বপ্রথম কবে চালু হয়?
উত্তরঃ ৪মার্চ ১৯৭২
৭৬। ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৬৪
৭৭। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি প্রদান করে?
উত্তরঃ ৪এপ্রিল ১৯৭২
৭৮। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
৭৯। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ পদ্মায়
৮০। বাংলাদেশে প্রথম কাগজকল চালু হয় কতসালে?
উত্তরঃ ১৯৫৩
৮১। রোমানিয়া'র রাজধানীর নাম কি?
উত্তরঃ বুখারেস্ট
৮২। একনায়ক চসেঙ্কু যে দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ রোমানিয়া
৮৩। ভারতের জাতির জনক বলা হয় কাকে?
উত্তরঃ মহাত্মা গান্ধীকে
৮৪। বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই কোন কোন দেশের সাথে?
উত্তরঃ ইসরায়েল ও মালদ্বীপ
৮৫। বাংলাদেশে VAT এর হার?
উত্তরঃ ১৫%
৮৬। জলকেলি উৎসব কাদের?
উত্তরঃ রাখাইনদের
৮৭। পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন কার শাসনামলে?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৮৮। ঢাকা গেট এর নির্মাতা কে?

উত্তরঃ মীর জুমলা
৮৯। সূর্যসেনের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্টন হয় কত সালে?
উত্তরঃ ১৯৩০
৯০। বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের 'হেলদি সিটি' ঘোষণা করে কোন সিটিকে?
উত্তরঃ চট্টগ্রাম

No comments

Powered by Blogger.