প্রাইমারীর জন্য গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন

                       *প্রাইমারীর জন্য গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন*
  1. বাংলাদেশের ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
    উত্তরঃ ভোলায়
  2. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
    উত্তরঃ চাঁদপুর
  3. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তরঃ নয়া দিল্লি
  4. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
    উত্তরঃ খাগড়াছড়ি
  5. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তরঃ ভেড়ামারায়
  6. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
    উত্তরঃ ১৯১৩
  7. বিধবা বিবাহ আইনের সাথে জড়িত ছিলেন কে?
    উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  8. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তরঃ ১৮০০
  9. 'অসমাপ্ত আত্নজীবনী' ও 'কারাগারের রোজনমচা' কার রচনা?
    উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  10. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
    উত্তরঃ নারায়নগঞ্জ
  11. ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে কবে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
    উত্তরঃ ৩১ অক্টোবর ২০১৭
  12. টেকসই উন্নয়ন লক্ষ্য SDG এর বাসাতবায়ন শুরু হয়?
    উত্তরঃ ১ জানুয়ারি ২০১৬
  13. ২০১৬ সালকে কি বর্ষ হিসেবে ঘোষনা করা হয়?
    উত্তরঃ আন্তর্জাতিক ডালবর্ষ
  14. আন্তর্জাতিক টেকসই পর্যটন বর্ষ ঘোষনা করা হয়?
    উত্তরঃ ২০১৭ সালকে
  15. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়?
    উত্তরঃ ১৭৫২ মার্কিন ডলার
  16. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধির হার?
    উত্তরঃ ৭.৬৫%
  17. দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
    উত্তরঃ কক্সবাজার
  18. শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত?
    উত্তরঃ পটুয়াখালীতে
  19. পাটের তৈরি পলিব্যাগের আবিষ্কারক?
    উত্তরঃ ড.মুবারক আহমদ খান
  20. দেশের প্রথম নারী প্রোগ্রামার?
    উত্তরঃ শাহেদা মোস্তাফিজ
  21. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি?
    উত্তরঃ আহমেদ জালাল
  22. আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম বারের মত সোনা বিজয়ী?
    উত্তরঃ আহমেদ জাওয়াদ চৌধুরী
  23. দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার?
    উত্তরঃ ৫.৬৮%
  24. জাতীয় ভোটার দিবস কবে?
    উত্তরঃ ১ মার্চ
  25. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম কি?
    উত্তরঃ ময়মনসিংহ
  26. ২০১৮ সালে বাংলাদশে কোনটিকে Product of the year ঘোষনা করা হয়?
    উত্তরঃ ঔষধকে
  27. বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে?
    উত্তরঃ সৌদি আরব থেকে
  28. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পূর্ণ সদস্যপদ লাভ করে?
    উত্তরঃ ২০০৪ সালে
  29. বর্তমান দেশে বীরাঙ্গনার সংখ্যা?
    উত্তরঃ ২৩১
  30. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e passport যুগে যাত্রা শুরু করে?
    উত্তরঃ ১১৯তম
  31. বর্তমানে তফসিলভুক্ত মোট ব্যাংক কতটি?
    উত্তরঃ ৫৮টি
  32. দেশের রাষ্ট্রীয়খাতের তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি?
    উত্তরঃ ৯টি
  33. মুজিব বর্ষ পালন করা হবে?
    উত্তরঃ ২০২০-২১ সালে
  34. ২০১৮ সালে নজরুল পগক পান কে?
    উত্তরঃ শাহীন সামাদ ও সুমন চৌধুরী
  35. স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ কততম?
    উত্তরঃ ৫৭তম
  36. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম?
    উত্তরঃ বি এন এস শেখ হাসিনা
  37. বাংলাদেশের শততম টেস্টে একমাত্র সেঞ্চুরিয়ান?
    উত্তরঃ সাকিব আল হাসান
  38. ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান থানার সংখ্যা কতটি?
    উত্তরঃ ৫০টি
  39. চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
    উত্তরঃ পঞ্চম
  40. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
    উত্তরঃ ১৯৭৩ সালে
  41. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কবে উৎক্ষেপণ করা হয়?
    উত্তরঃ ১১মে ২০১৮
  42. দেশের মোট পৌরসভার সংখ্যা?
    উত্তরঃ ৩২৭
  43. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বহনকারী রকেটের নাম হল?
    উত্তরঃ ফ্যালকন ৯
  44. আইসিটী উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?
    উত্তরঃ ১৪৭ তম
  45. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার?
    উত্তরঃ ১.৩৭%
  46. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য আসে?
    উত্তরঃ জাপান থেকে
  47. বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়?
    উত্তরঃ ২৫মে ২০১৮
  48. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানী করে?
    উত্তরঃ চীন থেকে
  49. বাংলাদেশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
    উত্তরঃ ইউনিয়ন পরিষদ
  50. বাংলাদেশের একমাত্র মাছ প্রজনন ক্ষেত্র কোনটি?
    উত্তরঃ হালদা নদী

No comments

Powered by Blogger.